Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এল এ শাখা
বিস্তারিত

ভূমি অধিগ্রহণ শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর ভবনের ৩য় তলার ৮ নং কক্ষে অবস্থিত।


নাগরিক সেবা

০১।       অধিগ্রহণকৃত সম্পত্তির অভিযোগ নিষ্পত্তি

০২।       স্বত্ব / স্বার্থের জন্য অভিযোগ নিষ্পত্তিকরণ।

০৩।      অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ প্রদান।

০৪।       অধিগ্রহণকৃত ভূমির সার্চিং (অনুসন্ধান তথ্য) প্রদান।

ক্রমিক নং

সেবা সমূহের বিবরণ

সেবা প্রদানের সময় সীমা

উপকার ভোগী

সেবা প্রদানের পদ্ধতি

মন্তব্য

০১.

অধিগ্রহণকৃত সম্পত্তির অভিযোগ নিষ্পত্তি করণ।

৪ ধারা নোটিশ জারীর পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে।

ভূমির ক্ষতিগ্রস্থ মালিকগণ

শুনানীর মাধ্যমে।

 

০২.

স্বত্ব / স্বার্থের জন্য অভিযোগ নিষ্পত্তিকরণ।

৭ ধারা নোটিশ জারীর ১৫ কার্যদিবস পর নোটিশে উল্লিখিত সময় অনুযায়ী।

ক্ষতিগ্রস্থ ভূমি, ঘর, গাছ-পালার মালিকগন।

মালিকানাসংক্রান্ত

কাগজপত্র যাচাই-বাচাইঅন্তে

 

০৩.

ভূমির প্রকৃত মালিকগণকে ক্ষতিপুরণ প্রদান

০৮ ধারা নোটিশ জারী অথবা প্রাক্কলিত অর্থ জমা প্রদানের ৬০ কার্যদিবসের মধ্যে ক্ষতিপুরণের অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়।

প্রকৃত ক্ষতিগ্রস্থ ভূমি ঘর, গাছ-পালারমালিকগণ।

কানুনগো/সার্ভেয়ার কর্তৃক প্রকৃত ক্ষতিগ্রস্থ ব্যক্তির কাগজপত্র যাচাই-বাচাই অন্তে প্রতিবেদন দাখিলের পর জেলা প্রশাসক / অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এর অনুমোদন স্বাপেক্ষে এল, এ চেকের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

 

০৪.

অধিগ্রহণকৃত ভূমির সার্চিং (অনুসন্ধান তথ্য) প্রদান।

আবেদন প্রাপ্তির পর দ্রুততম সময়ের মধ্যে

আবেদনকারীগণ

আবেদনের পর নথি অনুসন্ধানক্রমে চাহিত তথ্য প্রদান।

 

চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

০১।       সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা এবং বেসরকারি  সংস্থা/ব্যক্তি কর্তৃক প্রস্তাবিত জমি অধিগ্রহণ।

০২।       অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদান।

০৩।      অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি রিজিউম (পুনঃগ্রহণ)।

০৪।       অধিগ্রহণকৃত ভূমির সার্চিং (অনুসন্ধান তথ্য) প্রদান।

০৫।       কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা প্রদান।

০৬।      সাধারন ভবিষ্য তহবিল হতে অগ্রীম উত্তোলন, শ্রান্তি বিনোদন ভাতা প্রদান, কল্যাণ তহবিল, যৌথবীমা, ভবিষ্য তহবিলের জমাকৃত চুড়ান্ত উত্তোলন।

০৭।       মাসিক প্রতিবেদন প্রেরণ ও উদ্ধর্তন কর্তৃপক্ষ কর্তৃক চাহিত তথ্য প্রেরণ।


যোগাযোগ

মোবাইল- ০১৭৩৮৫৪১৮৮২  E-mail-laolakshmipur2020@gmail.com Telephone- 0381-61618


অন্যান্য

0


ছবি
lakshmipur.gov.bd/dcoffice_section/587be36a_2149_11e7_8f57_286ed488c766/19f2914fa1ea6a3041d62f4d4721ac0b.png
শাখার ফর্মসমূহ
ভারপ্রাপ্ত কর্মকর্তা