ভূমি অধিগ্রহণ শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর ভবনের ৩য় তলার ৮ নং কক্ষে অবস্থিত।
০১। অধিগ্রহণকৃত সম্পত্তির অভিযোগ নিষ্পত্তি
০২। স্বত্ব / স্বার্থের জন্য অভিযোগ নিষ্পত্তিকরণ।
০৩। অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ প্রদান।
০৪। অধিগ্রহণকৃত ভূমির সার্চিং (অনুসন্ধান তথ্য) প্রদান।
ক্রমিক নং |
সেবা সমূহের বিবরণ |
সেবা প্রদানের সময় সীমা |
উপকার ভোগী |
সেবা প্রদানের পদ্ধতি |
মন্তব্য |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
০১. |
অধিগ্রহণকৃত সম্পত্তির অভিযোগ নিষ্পত্তি করণ। |
৪ ধারা নোটিশ জারীর পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে। |
ভূমির ক্ষতিগ্রস্থ মালিকগণ |
শুনানীর মাধ্যমে। |
|
০২. |
স্বত্ব / স্বার্থের জন্য অভিযোগ নিষ্পত্তিকরণ। |
৭ ধারা নোটিশ জারীর ১৫ কার্যদিবস পর নোটিশে উল্লিখিত সময় অনুযায়ী। |
ক্ষতিগ্রস্থ ভূমি, ঘর, গাছ-পালার মালিকগন। |
মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাচাইঅন্তে |
|
০৩. |
ভূমির প্রকৃত মালিকগণকে ক্ষতিপুরণ প্রদান |
০৮ ধারা নোটিশ জারী অথবা প্রাক্কলিত অর্থ জমা প্রদানের ৬০ কার্যদিবসের মধ্যে ক্ষতিপুরণের অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়। |
প্রকৃত ক্ষতিগ্রস্থ ভূমি ঘর, গাছ-পালারমালিকগণ। |
কানুনগো/সার্ভেয়ার কর্তৃক প্রকৃত ক্ষতিগ্রস্থ ব্যক্তির কাগজপত্র যাচাই-বাচাই অন্তে প্রতিবেদন দাখিলের পর জেলা প্রশাসক / অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এর অনুমোদন স্বাপেক্ষে এল, এ চেকের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হয়। |
|
০৪. |
অধিগ্রহণকৃত ভূমির সার্চিং (অনুসন্ধান তথ্য) প্রদান। |
আবেদন প্রাপ্তির পর দ্রুততম সময়ের মধ্যে |
আবেদনকারীগণ |
আবেদনের পর নথি অনুসন্ধানক্রমে চাহিত তথ্য প্রদান। |
0
০১। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা এবং বেসরকারি সংস্থা/ব্যক্তি কর্তৃক প্রস্তাবিত জমি অধিগ্রহণ।
০২। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদান।
০৩। অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি রিজিউম (পুনঃগ্রহণ)।
০৪। অধিগ্রহণকৃত ভূমির সার্চিং (অনুসন্ধান তথ্য) প্রদান।
০৫। কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা প্রদান।
০৬। সাধারন ভবিষ্য তহবিল হতে অগ্রীম উত্তোলন, শ্রান্তি বিনোদন ভাতা প্রদান, কল্যাণ তহবিল, যৌথবীমা, ভবিষ্য তহবিলের জমাকৃত চুড়ান্ত উত্তোলন।
০৭। মাসিক প্রতিবেদন প্রেরণ ও উদ্ধর্তন কর্তৃপক্ষ কর্তৃক চাহিত তথ্য প্রেরণ।
মোবাইল- ০১৭৩৮৫৪১৮৮২ E-mail-laolakshmipur2020@gmail.com Telephone- 0381-61618
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস