Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

                  

     রাজীব কুমার সরকার      


জেলা প্রশাসক, লক্ষ্মীপুর


বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় সাধন হয় মাঠ প্রশাসনের মাধ্যমে। আর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান তথা নিউক্লিয়াস হলো প্রায় দুইশত বছরের ঐতিহ্যমন্ডিত জেলা প্রশাসন। এটি জেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের কেন্দ্রবিন্দু। দেশের সাধারণ জনগণের আকাঙ্খাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্যসেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজে জেলা প্রশাসনকে প্রতিদিনই জনগণের সামনে হাজির হতে হয়। জনগণের কাছে জেলা প্রশাসনকে আরও সহজ ও যুগোপযোগী করে উপস্থাপন করার জন্যই লক্ষ্মীপুর জেলা প্রশাসনের এই ওয়েব পোর্টালটি। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ওয়েব পোর্টালটি শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার তথ্য ভান্ডার নয় বরং জেলা প্রশাসনের সাথে জনগণের, জেলার বিভিন্ন বিভাগের ও সরকারের নিবিড় যোগযোগ স্থাপনের মাধ্যম হিসেবে কাজ করবের এরই ধারাবাহিকতায় নির্ভরযোগ্য এবং তথ্য সমৃদ্ধ লক্ষ্মীপুর জেলা পোর্টাল বাস্তবায়ন করা হয়েছে। তথ্য প্রযুক্তির চলমান উৎকর্ষতার এ যুগে দেশ ও বিশ্বের সাথে লক্ষ্মীপুর জেলাকে সংযুক্ত করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ওয়েবপোর্টাল যোগসূত্র হিসাবে কাজ করবে বলে আমার বিশ্বাস।

আমি আশা করি, এই ওয়েব পোর্টালটি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে যেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি তাদের সেবাপ্রাপ্তি হবে সহজতর ও স্বল্পব্যয় সাপেক্ষ। এই পোর্টালটি থেকে বিভিন্ন প্রয়োজনীয় সরকারি ফর্ম ডাউনলোড করা যাবে। জানা যাবে বিভিন্ন লাইসেন্স/পারমিট প্রাপ্তির নিয়মাবলী/শর্তাবলী। এছাড়া জানা যাবে, কোন শাখা হতে কি কি সেবা কি নিয়মে/পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয়, পাওয়া যাবে ইজারা বিজ্ঞপ্তি/নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন নোটিশ/অফিস আদেশ ইত্যাদি। এছাড়া সময়ের পরিসরে এই পোর্টালে আরো অনেক বিভাগের/দপ্তরের বিশেষতঃ উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য সন্নিবেশন করা হচ্ছে। এর ফলে নাগরিকের বিভিন্ন সেবা প্রাপ্তিই কেবল সহজতর হবে না, প্রশাসনের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে।

তথ্যপ্রযুক্তির একবিংশ শতাব্দীতে বিজ্ঞান মনষ্ক মানুষের কল্যাণে এ ওয়েব পোর্টালটি কাজে আসবে বলে বিশ্বাস করি। এজন্য যেকোন ধরনের সুপরামর্শ ও দিক নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রইলাম। যাদের প্রচেষ্টায় এ পর্যন্ত আমরা আসতে পেরেছি এবং যারা আগামী দিনে একে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং পাঠক সকলের জন্য রইল আমার আন্তরিক শুভ কামনা।