Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসনের পটভূমি

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর জেলা। এ জেলার উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী, দক্ষিণ ও পশ্চিমে মেঘনা নদী এবং অপর পাড়ে নোয়াখালী, ভোলা ও বরিশাল জেলা। এ জেলার ছোট বড় অনেক নদী ও খাল নিয়ে মেঘনাবিধৌত অঞ্চল। আমরা যে লক্ষ্মীপুর দেখছি তা রহমতখালী নদীর উভয় পাড়ে বাঞ্চানগর মৌজার দক্ষিণাংশ, পাশ্ববর্তী সমসেরাবাদ ও মজুপুর মৌজার কতেক অংশ নিয়ে প্রতিষ্ঠিত একটি ছোট শহর। ১৯৭৬ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর তৎকালীন ৫নং বাঞ্চানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়। পরে পৌরসভার বিস্তৃতি ঘটে আরো নতুন নতুন মৌজা নিয়ে। লক্ষ্মীপুর নামে থানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ খ্রিস্টাব্দে। রায়পুর (১৮৭৭ খ্রিঃ), রামগঞ্জ (১৮৯১ খ্রিঃ) রামগতি (১৮৮৩ খ্রিঃ) এবং লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে ১৯৭৯ সালে লক্ষ্মীপুর মহকুমা এবং একই আয়তনে ১৯৮৪ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রূয়ারী লক্ষ্মীপুর জেলা গঠিত হয়।২০০৬ খ্রিস্টাব্দে রামগতি উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে কমলনগর উপজেলা গঠন করা হয়। এ জেলায় ৪টি পৌরসভা, ৫৮ টি ইউনিয়ন, ৫১৪টি মৌজা ও ৪৭৪টি গ্রাম রয়েছে। জেলার মোট আয়তন ১,৫৩৪.৭ বর্গ কি.মি.।