ঠিকানা
১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
পরিচালনাকারী কর্তৃপক্ষ
দাসের হাট বাজারের একটু বর্ণনাঃসদর উপজেলাধীন ১৮নং কুশাখালী ও ১২নং চরশাহী ইউনিয়নের মিলন স্থল দাসের হাট। বর্তমানে বাজারটি ১২নং চরশাহী ইউনিয়নে অবস্থিত। পূর্বে এটি বর্তমান স্থানের চাইতে দুই কি.মি. দক্ষিণে অবস্থিত ছিল। ১৯৫০ইং সালে নদী ভাঙ্গার পূর্ব পর্যন্ত এটি ছিল একটি অন্যতম ব্যবসা কেন্দ্র। ১৯৫৪ইং সালে নদীতে ভেঙ্গে গেলে প্রায় এক বছর হোসেন আলীর দীঘির পাড়ে ছিল, সেখানেও পারেনি বাজারটি। বাধ নির্মাণের পর যখন নদী ভাঙ্গন বন্ধ হয় তখন ১৯৫৬ইং সালে বাজারটি বর্তমান স্থানে গড়ে উঠে। হালে বাজারটির এ অঞ্ঝলের অন্যতম ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে। চরাঞ্ঝলের বাজার বলে শনি ও বুধবার ছাড়া অন্যদিন তেমন লোকসমাগম হয় না।