Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

মেঘনা - ডাকাতিয়া, কাটাখালি, রহমতখালী, ভুলুয়া ও জরিরদোনা লক্ষ্মীপুর জেলার কয়েকটি উল্লেখযোগ্য নদী। প্রশস্ততম মেঘনা নদী লক্ষ্মীপুর জেলাকে বৃহত্তর বরিশাল জেলা থেকে পৃথক করেছে। জেলায় মোট ১১৮ বর্গকি. মি. নদীপথ রয়েছে। নদীপথ জেলার মোট আয়তন ২৩%। 

 

ডাকাতিয়া: আন্ত: সীমান্ত এই নদী উৎস পাশ্ববর্তী দেশ ভারতে। নদীটি উজানে ফেনী নদী দ্বারা বিভক্ত এবং এটির প্রধান স্রোত চেৌদ্দগ্রাম খাল দিয়ে আবার ফেনী নদীর সাথে যুক্ত হয়েছে। দক্ষিণে এর শাখা নোয়াখালী খাল গঠন করেছে এবং পশ্চিমে শেখেরহাটের কাছ থেকে দক্ষিণে রায়পুরের কাছে মেঘনায় মিলেছে। এই স্থানেই ডাকাতিয়ার নতুন ও তীব্র স্রোতধারা চাঁদপুর খাল দিয়ে মেঘনায় পড়েছে। 

 

মেঘনা : লক্ষ্মীপুর জেলার পশ্চিমাঞ্চল মেঘনা নদী বিধৌত। চাঁদপুর জেঁলার দক্ষিণ পূর্ব দিক থেকে লক্ষ্মীপুর জেলার উত্তর-পশ্চিম কোন দিয়ে রায়পুর উপজেলায় এই নদী লক্ষ্মীপুরে প্রবেশ করেছে। প্রতি বছর বর্ষায় মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবন সৃষ্টি করে। মেঘনা নদী লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার চারটিই এই নদী বিধৌত। কাটাখালি, রহমতখালী ও ভুলুয়া নদী পশ্চিমে মেঘনায় মিশেছে।