লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের অন্য জেলার তুলনায় ভৌগলিক অবস্থানের কারনে এখানে তেমন শিল্প গড়ে ওঠেনি। যোগাগোগ ব্যবস্থা ও পয়োজনীয় Infrustructure এর অভাবে এ জেলার শিল্প বিকাশে বাধা হয়ে দাড়িয়েছে। বর্তমানে এখানে প্লাষ্টিক, মোম, জুতা , আলকাতরা ইত্যাদি ক্ষুদ্র শিল্প গড়ে উঠছে। এখানকার বেশীরভাগ (প্রায় ৮০%)লোক মৎস্য জীবি, তাই এখানে কিছু বরফকল গড়ে ওঠেছে।
শিল্প কারখানার দিক দিয়ে লক্ষ্মীপুর অতীতকাল থেকেই অবহেলিত এবং অনগ্রসর। জন সম্পদে এ জেলার ঐতিহ্য থাকলেও শিল্প সহাপনে সরকারী ও বেসরকারী তেমন কোন উদ্যোগ নেই বললেই চলে। এ জেলারই বহু অধিবাসী দেশের বিভিন্ন সহানে বড় বড় শিল্পকারখানা সহাপন করেছেন। অথচ এ জেলার জনগণ কাজের খোঁজে দেশ-বিদেশে হন্য হয়ে বেড়াচ্ছে। এত অনীহা এবং অবহেলা সত্তেবও কিছু শিল্প কারখানা স্থাপিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস