Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শহিদ মিনার
স্থান

 লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউজের সম্মুখে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহিদ মিনারটি অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর বাস ষ্টেন্ড থেকে সি এন জি অথবা রিক্স যোগে যাওয়া যায়।

বিস্তারিত

১৯৫২ সালের ২১ ফ্রেব্রুয়ারি প্রথম পাকিস্তানি শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে নিরস্ত্র স্বাধীনচেতা বাঙালিরা। ভাষার জন্য জীবন দিয়ে বাঙালিরাই দেখিয়ে দেয় দাবি আদায়ের পথপরিক্রমা। এরপর নান্য পর্যায় পেরিয়ে একাত্তর। একাত্তরের যুদ্ধেই আসে চূড়ান্ত বিজয়।

তবে ভাষা আন্দোলনের প্রতীক হয়ে রয়েছে শহিদ মিনার। ভাষা শহিদদের 'স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফ্রেব্রুয়ারি রাতে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়া হয় স্মৃতিস্তম্ভ, এটাই পরে শহিদ মিনার হিসেবে পরিচিতি পায়। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি অঞ্চলে তৈরি করা হয় শহিদদের স্মরণে শহিদ মিনার। লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউজের সম্মুখে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহিদ মিনারটি অবস্থিত।