Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গৃহ নির্মাণ অগ্রিমের জন্য মুচলেকা
Details

গৃহ নির্মাণ অগ্রিমের জন্য মুচলেকা

 

           

            সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমরা (১) নাম .......................................  পদবী...........................................অফিসের ঠিকানা  ...............................................................

............................................................... ২)নাম...............................................................

পদবী..........................................অফিসের ঠিকানা ................................................................. .............................................................................অতঃপর জামিনদার হিসাবে উল্লিখিত বাংলাদেশ রাষ্ট্রপতির (অতঃপর ‘‘ রাষ্ট্রপতি’’ হিসাÿÿ উল্লিখিত এবং তাঁহার  উত্তরসূরীগণকে ও পদাধিকার বলে বুঝাইবে)

সহিত ......................................টাকা প্রদান করিয়া অদ্য ..............................তারিখে দৃঢ়ভাবে অঙ্গীকার  বদ্ধ হইলেন।

 

২।         যেহেতু..........................................................পিতা .................................................

বর্তমান অস্থায়ীভাবে ...................................................................................................কার্যালয়ে

...................................................হিসাবে কর্মরত আছেন। অতঃপর ‘‘ ঘাতক’’ হিসাবে উল্লিখিত  তাহাকে বাংলাদেশ রাষ্ট্রপতি..........................................(........................................................)  টাকার ঋণ প্রদান করিয়াছেন যাহা  তাহার  নিজের বসতবাড়ি  নির্মাণের  কাজে ব্যয় হবে এবং সংশ্লিষ্ট  ঘাতক ঐ

টাকা ..........................................টাকার ১২০ টি সমান কিস্তিতে পরিশোধ করিবার অঙ্গীকার বদ্ধ হইয়াছেন। যাহার সুদ সরকার কার্যকর করিবেন।

 

৩।         এখন, সংশ্লিষ্ট ঘাতক .................................................. কার্যালয়ে কর্তব্যরত থাকাকালে সরকারের উল্লিখিত অংকের টাকা নিয়মিত কিস্তিতে পরিশোধ করিতে থাকিবেন, যে পর্যন্ত ঐ টাকা সুদসহ সম্পূর্ণ  পরিশোধ না হয়। ঐ কিস্তি প্রদান ............................................তারিখ হইতে শুরু হইবে এবং এতদদ্দেশ্যে

সংশ্লিষ্ট  ঋণ  দ্বারা ক্রয়কৃত সম্পতি্ সরকারের নিকট বন্ধক রাখিতে হইবে। যদি ঘাতকের মৃত্যু হয় কিংবা তিনি দৈহিক বা অন্যবিধ অক্ষমতার শিকার হইয়া চাকুরী পরিত্যাগ করেন তাহা হইলে জামিনদারদ্বয় অবশ্যই অনতিবিলম্বে অত্র মুচলেকায় বর্ণিত টাকা অংক সরকারকে পরিশোধ করিতে হইবে।

 

 

স্বাক্ষীঃ                                                                            জামিনদারদ্বয়ের নামঃ

১।                                                                                 ১।         স্বাক্ষরঃ

                                                                                                নামঃ

                                                                                                পদবীঃ

                                                                                                অফিস ঠিকানাঃ   

Download