Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
General Certificate Section, Lakshmipur
Details

জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ১০ নং কক্ষে অবস্থিত


Citizen Service

১.

তফসীল ব্যাংক কর্তৃক অনাদায়ী ঋণ আদায়ের জন্য সার্টিফিকেট অনুরোধের ভিত্তিত্বে মামলা রম্নজু করণ।

২.

আধা-সরকারি অফিস স্বায়ত্বশাসিত সংস্থা কর্তৃক অনাদায়ী ঋণ আদায়ের জন্য দায়েরকৃত সার্টিফিকেট মামলার কার্যক্রম গ্রহণ করা হয়।

৩.

অনাদায়ী ঋণ আদায়ের লক্ষ্য সংশিস্নষ্ট দায়িকের প্রতি পদ্ধতিগতভাবে নোটিশ/গ্রেফতারী পরোয়ানা জারিকরে ঋণ আদায়ের পদ্ধতি গ্রহণ করা।

৪.

অনাদায়ী ঋণ আদায় হলে তা সংশিস্নষ্ট সংস্থাকে অবহিত করা।

৫.

কোন সরকারি পাওনা আদায় না হলে পদ্ধতিগতভাবে সার্টিফিকেট মামলা রম্নজু করে আদায়ের ব্যবস্থা করা।


Current Project

0


Duties

দেওয়ানী আদালতের মাধ্যমে সরকারি পাওনা আদায়ে দীর্ঘসূত্রীতা, অর্থ অপচয় রোধ এবং সহজে ও অল্পসময়ে সরকারি পাওনা আদায়ের নিমিত্ত সর্বোপরি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার উদ্দেশ্যে এ শাখার কার্যক্রম সরকারি দাবি আদায় আইন ১৯১৩ (১৯১৩ সনের ব্যাঙ্গল এ্যাক্ট নং-৩) দ্বারা পরিচালিত হয়ে থাকে।


Contact
Mobile No- 01879705064 Email: cerofficer333@gmail.com
Others

0


Image
www.lakshmipur.gov.bd/dcoffice_section/587bf9d4_2149_11e7_8f57_286ed488c766/ICT.PNG