নাগরিকসেবা
ক্রঃ নং |
সেবার নাম |
সঠিক আবেদন |
চাহিত কাগপত্র জমা দেয়ার সময় সীমা |
তদমেত্মর জন্য প্রেরণ |
তদমত্ম সীমা/ মতামতের জন্য সময় সীমা |
তদমেত্মর পর ব্যবস্থা গ্রহণ |
১ |
চতুর্থ শ্রেণীর কমচারীদের পেনশন কার্যক্রম |
৩ দিনের মধ্যে নথিতে উপস্থাপন |
০৭ দিন |
০৩ দিন |
১০ দিন |
০৩ দিন |
২ |
যানবাহন অধিগ্রহন |
০১ দিন |
=== |
=== |
== |
অনতিবিলম্বে |
নেজারত শাখার সিটিজেন চার্টারঃ
১৩. অর্থ লগ্নী লাইসেন্স প্রদান।
অর্থ লগ্নী লাইসেন্স প্রদান
কার্যক্রমঃ
০১. অর্থ লগ্নী লাইসেন্স আবেদনের সাথে সংশিস্নষ্ট কাগজপত্র (ট্রেড লাইসেন্স), নাগরিত্ব চারিত্রিক সার্টিফিকেট, ব্যাংক আর্থিক সচছলতা ইত্যাদি কাগজপত্রাদি দিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির তদমত্ম প্রতিবেদনরে জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, লক্ষ্মীপুর এর বরাবর প্রেরন করা হয়। তদমত্ম প্রতিবেদন প্রাপ্তির পর শর্ত সাপেক্ষে লাইসেন্স ইস্যু করা হয়। (সবের্বাচ ১৫ দিন)
নাগরিক সেবাঃ
ইট পোড়ানো লাইসেন্স সংক্রামত্ম
কার্যক্রমঃ
নাগরিক সেবাঃ
ক |
বিভিন্ন ধররে লাইসেন্স প্রদান সর্ম্পকিত তথ্যঃ অত্যাবশকীয় পণ্য |
আবেদনকারীকে নিমেণাক্ত বর্ণনা অনুযায়ী নির্ধারিত সরকারী ফি ও আনুষাঙ্গিক কাগজপত্রাদিসহ আবেদন অত্রাফিসে দাখিল করিতে হয়। |
১। আবেদন প্রাপ্তির সাথে সাথে দ্রম্নত উপস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়। আবেদন পত্রে সংযুক্ত কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষে করে সঠিক থাকলে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের উপজেলা নির্বাহী অফিসার অথবা কালেক্টরেটে যে কোন সহকারী কমিশনার এর নিকট সুস্পষ্ট মতামতের জন্য প্রেরন করা হয়। তদমত্মকারী কর্মর্কতা বিষয়টি সরেজমিন তদমত্ম পূর্বক সুস্পষ্ট মতামত পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রদান করেন অতঃপর উর্ধ্বতন কর্তৃপক্ষে কর্তৃক লাইসেন্স প্রদানের ব্যবস্থা গৃহীত হয়। ২। আবেদনকারীর বিষয়টি জটির হলে সেক্ষেত্রে জটিলতা নিরসন সময়সমীমা প্রয়োজন ২ মাস পর্যমত্ম শিথিলযোগ্য। |
আবেদনকারী আবেদনপত্র ভুলক্রুটি থাকলে আবেদনকারীকে পত্র মারফত জানিয়ে দেয়া হয়। এবং সংশোধনের সুযোগ প্রদান করা হয়। নিদিষ্ট সময়সীমা ৭ (সাত) দিন। |
0
খাত হতে প্রদত্ত সেবা সমূহের বিবরণঃ
(ক) চতুর্থ শ্রেণী কর্মচারীদের পেনশন কার্যক্রম গ্রহণ।
(খ) যানবাহন অধিগ্রহণ এর মাধ্যমে বিভিন্ন সরকারী কার্যক্রমগ্রহণ।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS