Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Nezarat Section
Citizen Service

নাগরিকসেবা

ক্রঃ নং

সেবার নাম

সঠিক আবেদন

চাহিত কাগপত্র জমা দেয়ার সময় সীমা

তদমেত্মর জন্য প্রেরণ

তদমত্ম সীমা/ মতামতের জন্য সময় সীমা

তদমেত্মর পর ব্যবস্থা গ্রহণ

চতুর্থ শ্রেণীর কমচারীদের পেনশন কার্যক্রম

৩ দিনের মধ্যে নথিতে উপস্থাপন

০৭ দিন

০৩ দিন

১০ দিন

০৩ দিন

যানবাহন অধিগ্রহন

০১ দিন

===

===

==

অনতিবিলম্বে

 

নেজারত শাখার  সিটিজেন চার্টারঃ

  1. ১.  প্রটোকল সংক্রামত্ম যাবতীয় কার্যক্রম।
  2. ০২.  সার্কিট হাউজ ব্যবস্থাপনা।
  3. ০৩. লক্ষ্মীপুর জেলাপুলের পরিবহন কার্যক্রম।
  4. ০৪.  চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলী, পদায়ন, শ্রামিত্মবিনোদন ছুটি ও ভাতা প্রদান, জিপিএফ তহবিল হতে অগ্রিম উত্তোলন, টাইমস্কেল, পদোন্নতি, নৈমত্তিক ছুটি,পেনশন, শৃঙ্খল বিরোধী কার্যক্রমের জন্য বিভাগীয় ০৫.  মামলা পরিচালনা প্রশিক্ষেনের মনোনয়ন সংক্রামত্ম কার্যক্রম।
  5. ০৬. কর্মচারীদের মাসিক বেতন- ভাতা, টি এ বিল, প্রসেস বিল ইত্যাদি।
  6. ০৭.  অফিসের আনুষাঙ্গিক বিল, পৌরকর, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল ইত্যাদি।
  7. ০৮. চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পোষাক ক্রয় ও প্রদান।
  8. ০৯. ইট ভাটার লাইসেন্স প্রদান, নবায়ন ইত্যাদি।
  9. ১০. হোটেল ও রেসেত্মারা লাইসেন্স প্রদান, নবায়ন ইত্যাদি।
  10. ১১. বিভিন্ন জাতীয় দিবস উদযাপন।
  11. ১২. অডিট আপত্তি নিষ্পত্তিকরণ এবং ব্রডশীট জবাব প্রসত্মত্মতকরণ।

১৩. অর্থ লগ্নী লাইসেন্স প্রদান।              

  1.             

অর্থ লগ্নী লাইসেন্স প্রদান

 

কার্যক্রমঃ

 

০১.           অর্থ লগ্নী লাইসেন্স আবেদনের সাথে সংশিস্নষ্ট কাগজপত্র (ট্রেড লাইসেন্স), নাগরিত্ব চারিত্রিক সার্টিফিকেট, ব্যাংক আর্থিক    সচছলতা    ইত্যাদি কাগজপত্রাদি দিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির তদমত্ম প্রতিবেদনরে জন্য পুলিশ সুপার, জেলা       বিশেষ শাখা, লক্ষ্মীপুর এর বরাবর প্রেরন করা হয়। তদমত্ম প্রতিবেদন প্রাপ্তির পর শর্ত সাপেক্ষে লাইসেন্স ইস্যু করা হয়।           (সবের্বাচ ১৫ দিন)

 

 

নাগরিক সেবাঃ

 

ইট পোড়ানো লাইসেন্স সংক্রামত্ম

 

কার্যক্রমঃ

  1. ইট পোড়ানো লাইসেন্স ০৩ (তিন) বছরের জন্য প্রদান করা হয়।মেয়াদ সমাপ্তির ০৩ (তিন) মাস পূর্বে ইট পোড়ানোর লাইসেন্সর আবেদন করতে হবে এবং আবেদন প্রাপ্তির ০৩ (তিন) দিনের মধ্যে একজন সহকারী কমিশনারের নিকট তদমেত্ম জন্য দেয়া হয়। ১৫ (পনের) দিনের মধ্যে তদমত্ম প্রতিবেদন দিতে হবে। তদমত্ম প্রতিবেদন পাওয়ার ০৭ (সাত) দিনের মধ্যে লাইসেন্স ইস্যু করা হয়।
  2. অত্যাবশকীয় পণ্যাদি (স্বর্ণ জুয়েলারী, স্বর্ণ কারিগরী,  সিমেন্ট, লৌহজাত দ্রব্য, কাপড়, সিগারেট, রড, দু্গ্মজাত দ্রব্য) ইত্যাদির ডিলিং লাইসেন্স প্রদান করার ক্ষেক্ষেত্রে ১৫ (পনের) দিনের মধ্যে তদমত্ম সমাপ্ত করা হয়। তদমত্ম রিপোট পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়। (সবেবার্চ ০৭ দিন)।
  3. অত্যাবশকীয় পণ্যাদির ডিলিং লাইসেন্স নবায়ন সংশিস্নষ্ট কাগজপত্র (ট্রেড লাইসেন্স), নাগরিত্ব চারিত্রিক সার্টিফিকেট, টাকা জমা দেয়ার জন্য চালান ইত্যাদি দাখিল সাপেক্ষেক্ষে ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে সমাপ্ত করা হয়।
  4. অত্যাবশকীয় পণ্যের লাইসেন্স ৩০শে জুন এর নবায়ন করতে হবে। ৩০শে জুনের মধ্যে নবায়ন না করা হলে পুনরায় নতুন লাইসেন্স করতে হবে। উলেস্নখ্য যে, স্বর্ণকারিগর, স্বর্ণজুয়েলারীর ক্ষেত্রে জরিমান প্রদান সাপেক্ষে নবায়ন করা যায় স্বর্ণকারিগরী জরিমানা প্রতি বৎসর ৫০ (পঞ্চাশ) টাকা এবং স্বর্ণ জুয়েলারী প্রতি বৎসর ৫০০ (পাচশত) টাকা দিয়ে লাইসেন্স নবায়ন করতে পারবে।
  5. প্রতি বছর নিদিষ্ট সময়ের মধ্যে লটাররি মাধ্যমে পুরাতন কাপড়ের আমদানীকারক নির্বাচন করা হয়।
  6. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য পরিবীক্ষেন প্রতিবেদন যথাসময়ে প্রেরন করা হয়।

নাগরিক সেবাঃ

বিভিন্ন ধররে লাইসেন্স প্রদান সর্ম্পকিত তথ্যঃ

অত্যাবশকীয় পণ্য
 নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর আওতাধীন সিমেন্ট লৌহজাত  দ্রব্য স্বর্ণকার জুয়েলারী, সুতী কাপড় (খুচরা ও পাইকারী) সুতা, দুগ্মজাত এবং সিগারেট এর ডিলিং লাইসেন্স প্রদান করা হয়

আবেদনকারীকে নিমেণাক্ত বর্ণনা অনুযায়ী নির্ধারিত সরকারী ফি ও আনুষাঙ্গিক কাগজপত্রাদিসহ আবেদন অত্রাফিসে দাখিল করিতে হয়।

১। আবেদন প্রাপ্তির সাথে সাথে দ্রম্নত উপস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়। আবেদন পত্রে সংযুক্ত কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষে করে সঠিক থাকলে তা উর্ধ্বতন  কর্তৃপক্ষের নির্দেশের উপজেলা নির্বাহী অফিসার অথবা কালেক্টরেটে যে কোন সহকারী কমিশনার এর নিকট সুস্পষ্ট মতামতের জন্য প্রেরন করা হয়। তদমত্মকারী কর্মর্কতা বিষয়টি সরেজমিন তদমত্ম পূর্বক সুস্পষ্ট মতামত পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রদান করেন অতঃপর উর্ধ্বতন কর্তৃপক্ষে কর্তৃক লাইসেন্স প্রদানের ব্যবস্থা গৃহীত হয়।

২। আবেদনকারীর বিষয়টি জটির হলে সেক্ষেত্রে জটিলতা নিরসন সময়সমীমা প্রয়োজন ২ মাস পর্যমত্ম শিথিলযোগ্য।

আবেদনকারী আবেদনপত্র ভুলক্রুটি থাকলে আবেদনকারীকে পত্র মারফত জানিয়ে দেয়া হয়। এবং সংশোধনের সুযোগ প্রদান করা হয়। নিদিষ্ট সময়সীমা ৭ (সাত) দিন।


Current Project

0


Duties

খাত হতে প্রদত্ত সেবা সমূহের বিবরণঃ

(ক)        চতুর্থ শ্রেণী কর্মচারীদের পেনশন কার্যক্রম গ্রহণ।

(খ)        যানবাহন অধিগ্রহণ এর মাধ্যমে বিভিন্ন সরকারী কার্যক্রমগ্রহণ।


Contact
Mobile: 01788577706
Others

0


Image
www.lakshmipur.gov.bd/dcoffice_section/587b80c0_2149_11e7_8f57_286ed488c766/Untitled-2.gif
Acting Officer